সুখে নেই, কেউ সুখে নেই।
যার পানে চাই দেখি,
দুচোখ ভর্তি কতই না আলোহীন হতাশার বলি।
সারা রাত জেগে জেগে ঘুমিয়ে না ঘুমিয়ে,
রাত্রির মতন জেগে থাকা কারও কারও
অতি আরাধ্যের ঘুম খান যখন আসে না
হয়তো পুরে মরে কয়েকখান আধখাওয়া সিগারেট।
হৃদয় ভাঙনের মরমর শব্দে মুহূর্তগুলো খুঁটে খুঁটে খায়,
জেগে জেগে স্বপ্ন দেখে এক সুন্দর সময়ের।
আচমকা হৃদয় ভাঙনের যন্ত্রণায় চোখের কোনে ভিড় করে ক-ফোটা জল।
সব শেষ আবারও মনে করিয়ে দেয়
কী ভীষণ যন্ত্রণা সয়ে এখনো তাকিয়ে এক নতুন সূর্যের,
রয়েছে নতুন সকালের অধীর অপেক্ষায়!