৬ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ত্রিবৃন্তক প্রতিযোগিতার ফল ঘোষণা

ফেসবুক লাইভের মাধ্যমে আয়োজনের ফলাফল ঘোষণা করা হয়
ছবি: সংগৃহীত

‘সৃজনশীল কাজ করি, ইতিবাচক দেশ গড়ি’ স্লোগানে প্রথমবারের মতো দেশের ছয়টি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বন্ধুসভা ত্রিবৃন্তক আয়োজন ২০২০’। আয়োজক ছয় বিশ্ববিদ্যালয় বন্ধুসভা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

ত্রিবৃন্তক আয়োজনে প্রবন্ধ লেখা, কুইজ ও গল্প ভিডিও—এই তিনটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর বিকেল ৪টায় বন্ধুসভার ফেসবুক লাইভের মাধ্যমে আয়োজনের ফলাফল ঘোষণা করা হয়। এই আয়োজনের প্রাথমিক সূচনা হয়েছিল গত ২৩ সেপ্টেম্বর। মূল প্রতিযোগিতা ৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ২৫ নভেম্বর। ৩টি প্রতিযোগিতায় প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ফল ঘোষণা অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক তানিম খন্দকার আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নাজমুল হাসান আবির, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সাদিয়া সিদ্দিকা মিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তাসনিম হোসাইন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মো. ইউসুফ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মো. সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনুষ্ঠান সম্পাদক রাফিয়া ইসলাম ভাবনা।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল জাবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রাশেদ আল মাহফুজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল মাহমুদ।

অধ্যাপক ড. ইকবাল মাহমুদ বলেন, ‘প্রবন্ধে যারা পুরস্কার পেয়েছে তাদের প্রবন্ধগুলো সম্পাদনা করে বই আকারে প্রকাশ করা গেলে ত্রিবৃন্তক আয়োজন সব সময় বেঁচে থাকবে এই বইয়ের মধ্যে।’

ড. মুমিত আল রশিদ বলেন, ‘নিজেদের জ্ঞানকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেকে আরও বেশি বিকশিত করতে হবে। ছয়টি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা মিলে এ আয়োজন বাস্তবায়ন করেছে, আমরা চাই ভবিষ্যতে আরও বেশি বন্ধুসভা একসঙ্গে কাজ করুক।’

ত্রিবৃন্তক আয়োজনে বিজয়ী হলেন যাঁরা

প্রবন্ধ

মাহমুদুল ইসলাম শাহীন (বরিশাল বিশ্ববিদ্যালয়), তাসনিম রশিদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. শওকত আলম ফয়সাল (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আফিয়া আনজুম স্মিতা (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), দেলোয়ার হোসেন রনি (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), এ বি সিদ্দিক (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. মাহফুজুল কাদির (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কবির কাঞ্চন (চট্টগ্রাম বন্ধুসভা), জেরিন আফরোজ (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও সাবরিনা মনসুর (ঢাকা মেডিকেল কলেজ)।

কুইজ

আকাশ কুমার ঘোষ (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অন্তর কুমার মহন্ত (গাইবান্ধা বন্ধুসভা), ইয়াসমিন খাতুন (ইসলামী বিশ্ববিদ্যালয়), মো. সাব্বির (নটর ডেম কলেজ), আবু রায়হান (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), এস এম মিনহাজুল কবির (রাজশাহী বিশ্ববিদ্যালয়), নুসরাত জাহান ইভা (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), আবদুল জোবায়ের বাপ্পি (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), এম নাজমুল হোসাইন মাহমুদ (মেরিন একাডেমি) ও মো. কাওছার হোসাইন (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)।

গল্প ভিডিও

রাফিয়া ইসলাম ভাবনা (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), তারেক আল হোসাইন (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ও রেদুয়ান মাহমুদ (এম সি কলেজ)।

সভাপতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা