৩০ পরিবারে পার্বতীপুর বন্ধুসভার ঈদ উপহার

৩০ পরিবারে পার্বতীপুর বন্ধুসভার ঈদ উপহার
ছবি: সংগৃহীত

‘দাদি ঈদে কী খাবেন?’ ‘দুই গাল ভাত খাইম। দুনিয়াত তো আর মোর কাহো নাই। টাকা–পাইশা নাই। একলায় ভাত রান্দি খাইম।’

পার্বতীপুরের নামাপাড়ায় ভাঙা টিনে আচ্ছাদিত একটি ঘরে থাকেন বৃদ্ধা আসমা বেগম। ছেলে–মেয়ে কেউ নেই। বন্ধুসভার বন্ধুরা যখন তাঁর বাসায় ‘ঈদ উপহার’ দিতে যান, তখন তিনি নামাজ পড়ছিলেন। নামাজ শেষে বন্ধুরা তাঁর হাতে ঈদের উপহার তুলে দেন।

৩০ পরিবারে পার্বতীপুর বন্ধুসভার ঈদ উপহার
ছবি: সংগৃহীত

১০ মে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ৩০টি পরিবারকে বন্ধুরা ঈদের উপহার দেন। এর মধ্যেই সবাই মিলে ইফতার করেন। আগের দিন রাতে কয়েক বন্ধু মিলে বাজার করেন।

উপহারসামগ্রীর মধ্যে মোট ১০টি জিনিস ছিল। সেমাই, নুডলস, চিনি, তেল, সাবান, পোলাওর চাল, কিশমিশের প্যাকেট, বিস্কুট, দুধের প্যাকেট ইত্যাদি। বন্ধুদের নিজ নিজ ঈদের খরচের টাকা থেকে এসব উপহারসামগ্রী কেনা হয়।

উপহার বিতরণের আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি মো. আদনান হক শাহ, সাধারণ সম্পাদক সানজিদা ইয়াছমিন খুশি, অর্থসম্পাদক রিমা, হামিদুর, ইমরুল, সাহেদ, মাইশা, ফাহিম, সদীপ্ত, আবিদ, রুশি, মাইশা মুনা, রিফাত, মনিশা, বাধন ও রিতু।

৩০ পরিবারে পার্বতীপুর বন্ধুসভার ঈদ উপহার
ছবি: সংগৃহীত

উপহারসামগ্রী বিতরণে বিশেষভাবে সহায়তা করেন পার্বতীপুর বন্ধুসভার সভাপতি মো. মাহফুজুল ইসলাম পিয়াল, সহসভাপতি আদিবা, সাংগঠনিক সম্পাদক মেহেবুবা, রাফি, সাদিয়া, শাকিল, ফিজার, মিরাজ, রিহুন, তৌফিক, রিয়া, মাহাফুজ, শাহ আলম, মারুফ, সাঈদ ও জাকারিয়া।

বন্ধুসভার উপদেষ্টা শওকত আরা শুকতারা এবং প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু বন্ধুদের উপহার বিতরণের কাজে সার্বিক সহযোগিতা করেন।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা