২৫০ পরিবারকে ত্রাণসহায়তা দিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা

নৌকায় করে বানভাসীদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সুনামগঞ্জের বন্যাকবলিত কয়েকটি গ্রামে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ২৩ জুন প্রথম ধাপে প্রায় ২৫০ পরিবারের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য ছিল শুকনা খাবার, জরুরি ওষুধ, শিশুখাদ্য এবং নারী ও কিশোরীদের জন্য আলাদাভাবে ছিল সুরক্ষাসামগ্রী।

চারিদিকে পানি, সহায়তা পৌঁছে দিতে নৌকা ছাড়া বিকল্প উপায় ছিল না
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় দফায় ১৭ জুন হঠাৎ করেই ভয়াবহ বন্যার কবলে পড়ে ‍সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল। বাড়িঘর, রাস্তাঘাট সব পানিতে তলিয়ে যায়। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই দিনই বন্যার্ত ব্যক্তিদের সহায়তা করার সিদ্ধান্ত নেয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা। সেই মোতাবেক আর্থিক অনুদান সংগ্রহ শুরু হয়। খাদ্যসামগ্রী কেনার পর ২৩ জুন সকাল ১০টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা রওনা হন সুনামগঞ্জের উদ্দেশে।

ত্রাণ নিতে হাজির হন অনেক মানুষ
ছবি: বন্ধুসভা

প্রথম ধাপে সুনামগঞ্জ সদর উপজেলার মুল্লাপাড়া ইউনিয়নের ফাটান বাড়ি ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একাংশের প্রায় ২৫০ পরিবারের কাছে শুকনা খাবার, জরুরি ওষুধ, শিশুখাদ্য এবং নারী-কিশোরীদের জন্য সুরক্ষাসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সহসাংগঠনিক সম্পাদক অনুপ রায়, সাফাত আহমেদ, মাহিন চৌধুরী এবং সাবেক সভাপতি মাহির চৌধুরী, অনুষ্ঠান সম্পাদক ফারহান বাহার ও সাবেক সাধারণ সম্পাদক তানিম আহমেদ।

শিশুখাদ্যও বিতরণ করা হয়েছে
ছবি: বন্ধুসভা

পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন প্রথম আলো সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রাজু আহমেদ ও সহসভাপতি প্রদীপ কুমার।

লেখা: সাংগঠনিক সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা মেট্রোপলিটন ইউনিভার্সিটি