২২টি ভাসমান পরিবারকে সাভার বন্ধুসভার খাদ্যসহায়তা
সাভার বন্ধুসভা প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ নভেম্বর ২২টি অসহায় ভাসমান পরিবারকে খাদ্যসহায়তা করে। এরপর তারা রাস্তায় ঘুরে ঘুরে শীতকালে করোনায় করণীয় বিষয়ে মানুষকে সচেতন করে এবং মাস্ক বিতরণ করে।
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় ভার্চ্যুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাভার বন্ধুসভার উপদেষ্টাগণ ও প্রথম আলো সাভার প্রতিনিধি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার বন্ধুসভার সভাপতি শাহানা জাহান সিদ্দিকা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাভার বন্ধুসভার উপদেষ্টা ও সাভারের স্বনামধন্য শিল্পীরা। গান ও কবিতায় মুখরিত হয়ে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা।