২২ বছর পূর্তি উপলক্ষে কুলাউড়া বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ
১৯৯৯ সালের ৩০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় প্রথম আলো কুলাউড়া বন্ধুসভা। ২২ বছর পূর্তি উপলক্ষে গত ৩০ জানুয়ারি শনিবার বিকেলে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নানা কর্মসূচি পালন করেন কুলাউড়ার বন্ধুরা। এদিন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, কেক কাটা, নতুন কমিটির অভিষেক ও সংবর্ধনার আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে যুক্তরাজ্যের কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও আবুল ফাত্তাহ পলাশের সহযোগিতায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করে কুলাউড়া বন্ধুসভা।
কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় আয়োজনের সভাপতিত্ব করেন সভাপতি সোহেল আহমদ। অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সমাজসেবক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমদ, জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহিম খলিল, সুর শৈলীর সভাপতি গোলাম মোস্তফা পাভেল, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন ও কুলাউড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তাসলিমা সুলতানা।
এ ছাড়া বক্তব্য দেন সংগীত শিক্ষক সুদর্শন রবিদাস, যুগভেরী প্রতিনিধি শাকির আহমদ, কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা মো. আবদুস সামাদ চঞ্চল, মাহবুব হোসাইন মাছুম, কাওছার আহমদ চৌধুরী সাব্বির, নাজমুল বারী সোহেল ও এ কে এম জাবের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুলাউড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার সহসভাপতি সোহেল আহমদ ও মো. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চৌধুরী, উপসাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বাবু, নারীবিষয়ক সম্পাদক সঞ্চয়িতা সেনগুপ্ত দোলা, পাঠচক্র সম্পাদক বিপুল চন্দ্র দাস, প্রচার সম্পাদক সুমন আহমদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আইরিন আক্তার জুলি, অর্থ সম্পাদক ফেরদৌসি জান্নাত, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক চৌধুরী ইমরাতুল জান্নাত স্বর্ণা, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সামি আহমদ মাসুমসহ কুলাউড়া বন্ধুসভার অন্যান্য সদস্য।