২০ পরিবারের পাশে বশেমুরকৃবি বন্ধুসভা

২০ পরিবারের পাশে বশেমুরকৃবি বন্ধুসভা
ছবি: সংগৃহীত

কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আসন্ন ঈদ সামনে রেখে গত বছরের মতো এবারও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) বন্ধুসভা। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহমর্মিতার ঈদ কর্মসূচির মাধ্যমে সারা দেশের প্রতিটি জেলার অসচ্ছল মানুষের কাছে বন্ধুরা পৌঁছে দিচ্ছেন ঈদ উপহার।

২০ পরিবারের পাশে বশেমুরকৃবি বন্ধুসভা
ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে গাজীপুর বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়ে ৫টি অসচ্ছল পরিবারকে ঈদ উপহার দিয়েছে বশেমুরকৃবি বন্ধুসভা। ক্যাম্পাসের পাশের মেধাবী শিক্ষার্থী আরিফের পড়ালেখার যাবতীয় ব্যয়ভার বহন করার পাশাপাশি বরাবরের মতো এবারও আরিফকে বন্ধুরা দিয়েছেন ঈদ উপহার।

সিরাজগঞ্জ, রাজশাহী, যশোর ও বগুড়ায় আরও ৪টি অসহায় পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঈদ উপহার দিয়েছেন বশেমুরকৃবির বন্ধুরা। ময়মনসিংহে ২টি অসচ্ছল পরিবার, কুড়িগ্রামে ৫টি অসচ্ছল পরিবার, ১ জন অসুস্থসহ মোট ২০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাঁরা।

বন্ধুসভার সব সদস্যের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার কারণেই সফলভাবে এ কর্মসূচি সম্পন্ন হয়। এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিল বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।

প্রচার সম্পাদক, বশেমুরকৃবি বন্ধুসভা