হাবিপ্রবি বন্ধুসভার মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত

বেশির ভাগ গাছ তুলে দেওয়া হয় প্রত্যন্ত গ্রামের শিশুদের হাতে।
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধুদের মাধ্যমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা মাসব্যাপী ‘বৃক্ষরোপণ ও বিতরণ ২০২১’ কর্মসূচি পালন করেছে। জুন মাসের ১ তারিখ থেকে শুরু করে ২৫ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলে। কর্মসূচির প্রতিপাদ্য বিষয় ছিল ‘সবুজে বাঁচুক পৃথিবী’। কর্মসূচিতে ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হয়। বেশির ভাগ গাছ তুলে দেওয়া হয় প্রত্যন্ত গ্রামের শিশুদের হাতে।

বেশির ভাগ গাছ তুলে দেওয়া হয় প্রত্যন্ত গ্রামের শিশুদের হাতে।
ছবি: সংগৃহীত

পুরো কর্মসূচি ছিল অনলাইনভিত্তিক। কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়ানো হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। কর্মসূচি পরিচালিত হয় হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে। বৃক্ষরোপণ ও বিতরণের সঙ্গে জড়িত ছিলেন বন্ধু সাজিয়া আফরিন, মেহেরাজ জারিন, মাসুমা হিমু, নুসরাত জাহান, আমিনা খাতুন, রাকিবুল ইসলাম, চমক সরকার, মোতাছিম বিল্লাহ, শাহনাজ পারভীন, নাহিদুল ইসলাম, ইফফাত ফারজানা, রিশাদ ইসলাম, এহসানুল ইসলাম, রুহুল আমিন, আবু তাহের, ফিরোজ ইসলাম, মোহাম্মদ আলী, শাহরিয়ার রহমান প্রমুখ।

বেশির ভাগ গাছ তুলে দেওয়া হয় প্রত্যন্ত গ্রামের শিশুদের হাতে।
ছবি: সংগৃহীত

বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির পাশাপাশি বন্ধুদের নিয়ে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিচর্যা বিষয়ে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বৃক্ষরোপণের উপকারী নানা দিক নিয়ে আলোচনা করা হয়। হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘গাছ আমাদের প্রকৃত বন্ধু। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসি, তাহলে পৃথিবী যেমন বাঁচবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সবুজ পৃথিবী।’

প্রচার সম্পাদক, হাবিপ্রবি বন্ধুসভা

বেশির ভাগ গাছ তুলে দেওয়া হয় প্রত্যন্ত গ্রামের শিশুদের হাতে।
ছবি: সংগৃহীত