হাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

হাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণছবি: বন্ধুসভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বন্ধুসভা। একই সঙ্গে পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিছু বৃক্ষ বিতরণও করা হয়েছে।

হাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক মো. আরিফুজ্জামান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফাতিহা ফারহানা, বন্ধুসভার সাবেক সভাপতিসহ আরও অনেক বন্ধু।

গাছ আমাদের অনেকভাবে সাহায্য করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা করতে হবে। যখনই আমরা একটি বড় গাছ কেটে ফেলব, সেই ফাঁকা জায়গায় কমপক্ষে দুটি গাছ রোপণ করব। বৃক্ষ বিতরণের পর শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে একজন বলেন, ‘আমরা চেষ্টা করব প্রতিবছর আমাদের বাসার আশপাশের ফাঁকা জায়গায় গাছ লাগানোর।’

হাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
ছবি: বন্ধুসভা

হাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা আরিফুজ্জামান বলেন, ‘বন্ধুসভা সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। এরই ধারাবাহিকতায় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ভালোর সাথে আলোর পথে—এই স্লোগান সামনে রেখে হাবিপ্রবি বন্ধুসভা সব সময় সমাজের জন্য কল্যাণকর, দেশের জন্য মঙ্গল ও পরিবেশের জন্য উপকারী কাজ করে থাকে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকেই আমরা ফ্রি অক্সিজেন পাই। অক্সিজেন আমাদের বেঁচে থাকতে সহায়তা করে। শুধু অক্সিজেনই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্বব্যাপী কার্বনের পরিমাণ কমাতে ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কমাতে গাছের ভূমিকা অপরিসীম। সবার প্রতি আহ্বান রইল, আমাদের বাড়ির আশপাশে খালি জায়গায়, রাস্তার পাশে যখনই সময় পাব, একটি হলেও গাছ লাগাব।’