স্বল্প আয়ের মানুষের মধ্যে ড্যাফোডিল বন্ধুসভার খাবার বিতরণ

স্বল্প আয়ের মানুষ ও অবহেলিত শিশুদের ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার পক্ষ থেকে মিষ্টি ও পাউরুটি বিতরণ
ছবি: মুহ্‌তাদ মুমিন

আমাদের আশপাশের সব মানুষই সচ্ছল নয়। অনেকেই এমন আছে, যারা তিন বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খায়। তাদের কাছে তিন বেলা খাবারের বাইরে বাড়তি কিছু খাবার খাওয়ার ইচ্ছা কেবল ইচ্ছা পর্যন্তই সীমাবদ্ধ থাকে।

ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা এক দিনের জন্য হলেও চেয়েছে এমন কিছু মানুষের ইচ্ছা পূরণ করতে। আর তাই ১৪ নভেম্বর গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকার বিভিন্ন স্থানে সমাজের স্বল্প আয়ের মানুষ ও অবহেলিত শিশুদের ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার পক্ষ থেকে মিষ্টি ও পাউরুটি বিতরণ করা হয়। তাদের মধ্যে ছিল বিভিন্ন শ্রমজীবী মানুষ এবং ছোট ছোট বাচ্চা।

যাদের মধ্যে মিষ্টি ও পাউরুটি বিতরণ করা হয়, তারা অনেক খুশি
ছবি: মুহ্‌তাদ মুমিন

ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার পক্ষ থেকে সর্বমোট ১০৭ জনের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়। স্থানীয় লোকজনও কর্মসূচিটির প্রশংসা করেন। যাদের মধ্যে মিষ্টি ও পাউরুটি বিতরণ করা হয়, তারা অনেক খুশি হয়েছে। সেই সঙ্গে বন্ধুসভার উত্তরোত্তর সাফল্য কামনা করেছে। দিন শেষে এতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পেরে বন্ধুরাও অনেক খুশি।

স্বল্প আয়ের মানুষ ও অবহেলিত শিশুদের ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার পক্ষ থেকে মিষ্টি ও পাউরুটি বিতরণ
ছবি: মুহ্‌তাদ মুমিন

যা কিছু ভালো এবং কল্যাণকর, তার সবকিছুতেই নিজেদের যুক্ত করে বন্ধুসভা। আর তাই বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও দেশের সব বন্ধুসভা একযোগে কিছু ভালো কাজে অংশ নেয়। বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা ভিন্নধর্মী এই কর্মসূচি পালন করে।

স্বল্প আয়ের মানুষ ও অবহেলিত শিশুদের ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার পক্ষ থেকে মিষ্টি ও পাউরুটি বিতরণ
ছবি: মুহ্‌তাদ মুমিন

দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নে অংশ নেয় ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার সহসভাপতি মৌ, দপ্তর সম্পাদক কর্ণ, কোষাধ্যক্ষ মুমিন, তথ্যপ্রযুক্তি–বিষয়ক সম্পাদক তনিমা, সাধারণ সদস্য মিম ও সাইফুল।