স্কুল পরিষ্কারে কিশোরগঞ্জ বন্ধুসভার সহযোগিতা

স্কুল পরিষ্কারে কিশোরগঞ্জ বন্ধুসভার সহযোগিতা
ছবি: সংগৃহীত

স্কুল খুলবে, কলকাকলিতে মুখর হবে বিদ্যালয়ের প্রাঙ্গণ। শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার উৎসাহের কোনো কমতি নেই। তবে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পিয়ন। তাই শিক্ষকেরাই করছেন স্কুল পরিষ্কার ও ধোয়ামোছার কাজ।

এমন অবস্থায় শিক্ষকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। গতকাল বন্ধুসভার বন্ধুরা কিশোরগঞ্জ সদরের ব্রাহ্মণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ধোয়ামোছাসহ পরিষ্কার–পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন।

স্কুল পরিষ্কারে কিশোরগঞ্জ বন্ধুসভার সহযোগিতা
ছবি: সংগৃহীত

এ সময় কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি ফারুক আহামেদ, সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা চিনু, সদস্য নাজমুল হক, সাইদা সুলতানা, শায়লা শারমিন, মোজাহিদুল ইসলাম, নুসরাত জাহান, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তুষার ইমরান, মোহাম্মদ মোস্তাকিম, সুদীপ্ত মোস্তফা, তায়্যিবা আফরোজ, তানভীর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্কুল পরিষ্কারে কিশোরগঞ্জ বন্ধুসভার সহযোগিতা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তাসনীম আক্তার খানম বন্ধুসভার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা, কিশোরগঞ্জ বন্ধুসভা