সৈয়দপুর বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত

সৈয়দপুর বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

‘গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর বন্ধুসভা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে। ২৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় সৈয়দপুর তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও দুই শতাধিক চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়।

সৈয়দপুর বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

রোপিত ও বিতরণ করা বৃক্ষের মধ্যে ছিল কাঁঠাল, চালতা,পেয়ারা, আমলকী, জলপাই, কতবেল ও লেবুর চারা। সৈয়দপুর বন্ধুসভার সদস্যদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

সৈয়দপুর বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
ছবি: সংগৃহীত
সৈয়দপুর বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাহমিদা বেগম। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আনোয়ারুল হাফিজ, বন্ধুসভার উপদেষ্টা আহমেদা ইয়াসমিন, সভাপতি ডালিম রায়, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বন্ধু আহসান হাবিব, মাইদুল মোস্তাফিজ, মাসুম বিল্লাহ, জেসমিন, শ্রাবণী, আবুজার প্রমুখ।

সৈয়দপুর বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
ছবি: সংগৃহীত