সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাবি বন্ধুসভার ফল উৎসব

রাবি বন্ধুসভার ফল উৎসবছবি: বন্ধুসভা

‘পাকা ফলের মধুর রসে রঙিন করি মুখ’ স্লোগান বুকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভা আয়োজন করেছে ফল উৎসব-২০২২। ৩ জুন শুক্রবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি প্রাঙ্গণে উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রাবি বন্ধুসভার ফল উৎসব
ছবি: বন্ধুসভা

উৎসবে বন্ধুসভার শতাধিক বন্ধু অংশ নেন। শুরুতেই বন্ধুরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। পরে শিশুদের মাধ্যমে খাবার পর্ব উদ্বোধন করা হয়।

প্রায় ১৫ ধরনের ফল পরিবেশন করা হয়। এর মধ্যে রয়েছে আম, লিচু, তাল, জামরুল, করমচা, তরমুজ, কাঁঠাল, পেঁপে, খেজুর, বাঙ্গি, পেয়ারা, আতা, কলা, বেল, জাম প্রভৃতি।

কর্মঠ বন্ধুদের মধ্যে সনদ তুলে দেওয়া হয়েছে
ছবি: বন্ধুসভা

উৎসবে কর্মঠ বন্ধুদের মধ্যে সনদ তুলে দেওয়া হয়েছে। এ সময় বন্ধুসভার উপদেষ্টামণ্ডলীসহ কমিটির সবাই উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।