সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে রাবি বন্ধুসভার পিঠা উৎসব

রাবি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব। ১৩ ডিসেম্বর সোমবার বেলা ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের সামনের বন্ধুসভা চত্বরে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

রাবি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সংগৃহীত

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন ও বন্ধু সুমাইয়া জেসমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর রাজশাহী ব্যুরোপ্রধান আবুল কালাম আজাদ।

রাবি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সংগৃহীত

আলোচনা সভায় আবুল কালাম আজাদ বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে মানুষের মাঝে সুখের বার্তা পৌঁছানোর কাজে নিয়োজিত থাকার মাঝেই লুকিয়ে আছে সমাজের হিতকর কাজের সার্থকতা। সমাজের প্রতিটি স্তরে বৈষম্যহীন, সহযোগী মনোভাব ছড়িয়ে দিতে আলোকবর্তিকা হয়ে কাজ করতে হবে।’

রাবি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সংগৃহীত

উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সাবেক সভাপতি ফারুক হোসেন, ঢাকা মহানগর বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সাদেক, রাবি বন্ধুসভার সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ও তাসনিম হোসেন, বর্তমান সভাপতি তারিফ হাসান, সাধারণ সম্পাদক শাদমান সাকিব, সাবেক সাধারণ সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক নয়ন চন্দ্র দাস, বিজ্ঞানবিষয়ক সম্পাদক জাহিদ হাসান তারেক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবু সাহাদাৎ বাঁধন, দুর্যোগবিষয়ক সম্পাদক তানভীর ইমাম প্রমুখ।

রাবি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সংগৃহীত

পিঠা উৎসবের আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রাবি বন্ধুসভার বন্ধুরা। তাদের সঙ্গে হাসির ফোয়ারায় মেতে ওঠে কোমলমতি শিশুরা। উৎসবমুখর উদ্দীপনায় শেষ হয় এই পিঠা উৎসব।

সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

রাবি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সংগৃহীত