‘সুন্দরবন জোনে’ ময়মনসিংহ বন্ধুসভা

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতামূলক র‌্যালি করেছে ময়মনসিংহ বন্ধুসভা। এরপর বিকেল তিনটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানের উদ্ভিদ উদ্যানে অবস্থিত ‘সুন্দরবন জোন’ পরিদর্শন করেন বন্ধুরা। এ সময় জানা-অজানা বিভিন্ন বৃক্ষের সঙ্গে পরিচিত হন তাঁরা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

র‌্যালি শেষে বন্ধুরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শুভ্র চক্রবর্তীকে সঙ্গে নিয়ে উদ্ভিদ উদ্যানে যান। সুন্দরবন জোনে নোনা পানির সুন্দরী, গেওয়া, গোলপাতা, হেঁতাল, আমুর, কাঁকড়া, খলশি ও সিংড়াসহ প্রায় ২২ প্রজাতির বৃক্ষের সঙ্গে পরিচিত হয় সবাই।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সুন্দরবনের বিশেষ আকর্ষণ শ্বাসমূল। কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে এসব বৃক্ষের সঙ্গে প্রথমবার পরিচিত হন বন্ধুরা। এ ছাড়া সেখানে দেশি, বিদেশি ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ ছিল।

জনসচেতনতামূলক র‌্যালি ও উদ্ভিদ উদ্যান পরিদর্শন শেষে বন্ধুরা তাঁদের অনুভূতি প্রকাশ করে। পাশাপাশি পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা নিয়েও নিজেদের মতামত ব্যক্ত করেন। সব শেষে ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি আবুল বাশার তাঁর বক্তব্যে বন্ধুদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

লেখক: সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা