সুনামগঞ্জে বন্ধুসভার উদ্যোগে ৪০০ মাস্ক বিতরণ

বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ৪০০ মাস্ক বিতরণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সুনামগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বন্ধুসভার সদস্যরা মাস্ক বিতরণ করেছেন। সকালে পৌর শহরের কয়েকটি এলাকায় শ্রমজীবী, পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ৪০০ মাস্ক বিতরণ করেন বন্ধুরা।

বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচীর শুরুর সময়ে বন্ধুসভার উপদেষ্টা ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, বন্ধুসভার উপদেষ্টা শহরের সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা ও উপদেষ্টা মো. রাজু আহমেদ উপস্থিত ছিলেন। পরে শহরের আলফাত স্কয়ার, পুরাতন বাসস্ট্যান্ড, মল্লিকপুর, নতুন বাসস্ট্যান্ড ও ওয়েজখালী এলাকা ঘুরে বন্ধুসভার সদস্যরা মাস্ক বিতরণ করেন।

মাস্ক বিতরণ কর্মসূচীতে সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সহসভাপতি মো. হায়দার আলী ও আশরাফুজ্জামান, সভাপতি রনজিৎ কুমার দে, সহসভাপতি প্রদীপ কুমার পাল ও কনক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দেব ও মো. শাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল হক মান্না, নারীবিষয়ক সম্পাদক লক্ষী দাস প্রমুখ অংশ নেন।