সিলেটে বন্ধুসভার বইমেলায় উপচে পড়া ভিড়

কথাসাহিত্যিক ও কবি আকমল হোসেনকে প্রথম আলো বন্ধুসভা সাহিত্য পুরস্কার দেওয়া হয়ছবি: আনিস মাহমুদ
সিলেটে বইমেলার স্টলে পাঠকদের ভিড়
ছবি: প্রথম আলো

এক দিনের বইমেলা। এর মধ্যে গত শনিবার ছিল ছুটির দিন। সকাল ১০টায় প্রধান ফটক খুলে দেওয়া হয়। এর পর থেকেই লেখক-পাঠক-দর্শনার্থীদের সরব পদচারণে মেলা উৎসবের রূপ পায়। বিকেলের পর থেকে পাঠকের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যার পর ছিল রীতিমতো জনস্রোত। মেলা শেষ হয় রাত নয়টায়।

সিলেটে বইমেলার স্টলে পাঠকদের ভিড়
ছবি: বন্ধুসভা

সিলেট নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধুসভা দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছিল। এতে ঢাকা ও সিলেটের ১৭টি প্রকাশনা প্রতিষ্ঠান যোগ দেয়। এটি ছিল বন্ধুসভার সপ্তম বছরের মতো আয়োজন।

বইমেলায় সিলেট বন্ধুসভার বন্ধুরা
ছবি: আনিস মাহমুদ

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মেলার মূল মঞ্চে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিকেল চারটার দিকে মূল মঞ্চে আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, কবি-গবেষক মোস্তাক আহমাদ দীন এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি মইন উদ্দিন। সঞ্চালনা করেন প্রথম আলোর সাংবাদিক সুমনকুমার দাশ।

আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়
ছবি: আনিস মাহমুদ

আলোচনা পর্বের পর প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ‘প্রথম আলো বন্ধুসভা সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়। এবার মৌলভীবাজারের বাসিন্দা বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি আকমল হোসেনকে এ সম্মাননা জানানো হয়। তাঁর হাতে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা স্মারক ও ১০ হাজার টাকা তুলে দেন। উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, কবি এ কে শেরাম ও এনায়েত হাসান, ছড়াকার বিধূভূষণ ভট্টাচার্য, লেখক জামান মাহবুব ও মনোজবিকাশ দেবরায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়
ছবি: আনিস মাহমুদ

আলোচনা পর্বের পর ফারিয়া খানমের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে আবৃত্তিকার আনোয়ার লাভলু, বাউল বশিরউদ্দিন সরকার, শিল্পী লিংকন দাশ, আশরাফুল ইসলাম প্রমুখ আবৃত্তি ও গান পরিবেশন করেন। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ বইমেলা উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত প্রখ্যাত গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা কাওসার আহমেদ চৌধুরীকে।

সিলেটে বইমেলায় পাঠকদের ভিড়
ছবি: বন্ধুসভা
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মেলার মূল মঞ্চে আনুষ্ঠানিকতা শুরু হয়
ছবি: আনিস মাহমুদ
আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়
ছবি: আনিস মাহমুদ