সিলেট বন্ধুসভার আয়োজন ‘মনে রবে কি না রবে আমারে’

সিলেট বন্ধুসভার আয়োজন ‘মনে রবে কি না রবে আমারে’
ছবি: সংগৃহীত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা সিলেট আয়োজন করেছিল ‘মনে রবে কি না রবে আমারে’ শিরোনামের ভার্চ্যুয়াল অনুষ্ঠান। ৬ আগস্ট সন্ধ্যায় প্রথম আলো বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

সিলেট বন্ধুসভার আয়োজন ‘মনে রবে কি না রবে আমারে’
ছবি: সংগৃহীত

৮০ বছর আগে কবিগুরু দেহত্যাগ করলেও প্রতিটি বাঙালির জীবনে তিনি এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন। আলাদা করে কোনো দিবসে তাঁকে স্মরণ করার দরকার হয় না। আমাদের যাপিত জীবনের সাথি রবীন্দ্রনাথ। তবু তাঁর প্রতি গভীর ভালোবাসা থেকেই বিশেষ আয়োজনের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করে বারবার। তাই রবীন্দ্রনাথের গান, কবিতা, নৃত্য ও তাঁকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের এক ক্ষুদ্র প্রয়াস ছিল সিলেট বন্ধুসভার এই আয়োজন।

সিলেট বন্ধুসভার আয়োজন ‘মনে রবে কি না রবে আমারে’
ছবি: সংগৃহীত

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, ভারতের রবীন্দ্রসংগীতশিল্পী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৌরভ চট্টোপাধ্যায়। নৃত্য পরিবেশনায় ছিলেন কলকাতার নৃত্যশিল্পী পাপড়ি দেবনাথ। সিলেট বন্ধুসভার বন্ধু দৃষ্টি বর্মন, সাবাহ, ফারিহা, শ্রেয়ার অংশগ্রহণে ছিল নানান পরিবেশনা।

সিলেট বন্ধুসভার আয়োজন ‘মনে রবে কি না রবে আমারে’
ছবি: সংগৃহীত

আয়োজনে আরও যুক্ত ছিলেন সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার অনুষ্ঠান সম্পাদক মুনিরা মীম।
রবীন্দ্রনাথ তাঁর শিল্পের মধ্যেই বেঁচে থাকবেন চিরকাল। আমাদের উচিত তাঁর শিল্পকে আমাদের হৃদয়ে বাঁচিয়ে রাখা। এই আয়োজনের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণের পাশাপাশি তাঁর শিল্প নিয়ে চর্চার প্রতি তরুণ প্রজন্মকে আরও জোর দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান সম্পাদক, সিলেট বন্ধুসভা