সাভারে বন্ধুসভার উদ্যোগে ‘খবরের দেয়াল’

সাভারে বন্ধুসভার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘খবরের দেয়াল’
ছবি: সংগৃহীত

‘ভালোর সাথে আলোর পথে’ মানেই প্রথম আলো। সেই প্রথম আলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করেছে সাভার প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।

সাভার ব্যাংক কলোনি বাটার গলিসংলগ্ন চার রাস্তার মোড়ে গত ২৬ জুন শনিবার ‘খবরের দেয়াল’ নামে একটি দেয়াল নির্বাচন করেছে সাভার বন্ধুসভার বন্ধুরা। সেখানে প্রতিদিন প্রথম আলো পত্রিকা দেয়ালে লাগিয়ে রাখা হবে, যার মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবে দেশ–বিদেশের নানা তথ্য।

সাভারে বন্ধুসভার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘খবরের দেয়াল’
ছবি: সংগৃহীত

সাভারে বন্ধুসভার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘খবরের দেয়াল’‘খবরের দেয়াল’ উদ্বোধন করেন সাভার প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রিন্স ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সাভার বন্ধুসভার সদস্যরা।
সাভার বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘দেশ–বিদেশের সব খবর খুব সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এমন উদ্যোগ।’

সাভারে বন্ধুসভার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘খবরের দেয়াল’
ছবি: সংগৃহীত

সাধারণ সম্পাদক প্রিন্স ঘোষ বলেন, অনেক আগে থেকেই ‘খবরের দেয়াল’ নামে এই কার্যক্রম শুরু করার চিন্তা ছিল কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে এই কার্যক্রম এত দিন শুরু করা যায়নি।
আকাশ আহম্মেদ নামের একজন পথচারী পাঠক এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘খবরের দেয়াল’–এর মাধ্যমে অনেক নতুন পাঠক তৈরি হবে।