সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সাতক্ষীরা বন্ধুসভা
ছবি: সংগৃহীত

পিতৃহীন শিশু সোনিয়া শীতের নতুন পোশাকের জন্য কান্নাকাটি করে মায়ের কাছে। মা নতুন শীতবস্ত্র দিতে পারেন না। মায়ের কষ্টের কথা জানতে পারেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা। বন্ধুরা উদ্যোগ নিয়ে নতুন শীতবস্ত্র কিনে দেন সোনিয়াকে।

সোনিয়ার মতো এমন অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা। ২৫ জানুয়ারি সোমবার সকাল ১১টায় জেলা শহরের প্রথম আলো সাতক্ষীরা অফিস–সংলগ্ন শিল্পী চক্র চত্বরে এই কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা।

প্রথমে শহরের মুনজীতপুর, পলাশপোল, কামালনগর, সুলতানপুর, তালতলা এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ৫০টি পরিবার বাছাই করেন বন্ধুসভার সদস্যরা। এরপর বাছাইকৃতদের শারীরিক মাপ নিয়ে ৫০টি নতুন শীতের পোশাক ও হতদরিদ্র পরিবারের জন্য ৫টি কম্বল কেনা হয়।

অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সাতক্ষীরা বন্ধুসভা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মরিয়ম খাতুন কেয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরা বন্ধুসভার প্রধান উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি।

অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সাতক্ষীরা বন্ধুসভা
ছবি: সংগৃহীত

উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাতুল ইসলাম ও প্রতীক চন্দ্র মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, যোগাযোগ সম্পাদক শেখ শরিফ হাসান, দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।