সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া

সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া
ছবি: সংগৃহীত

প্রথম আলোর ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এই মহড়ার আয়োজন করা হয়। প্রথম আলোর বর্ষপূর্তিতে বন্ধুসভার ‘একটি করে ভালো কাজে’র অংশ হিসেবে কাটিয়া মাঠপাড়ায় সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এলাকার সাধারণ মানুষকে এই মহড়া সম্পর্কে আগেই অবহিত করা হয়েছিল।

বিকেল চারটায় মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা তিনটা থেকেই মানুষ জড়ো হতে শুরু করে। চারটা পর্যন্ত তিন শতাধিক মানুষের সমাগম ঘটে। মহড়ায় উপস্থিত সবাইকে আগুন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কীভাবে কমিয়ে নিয়ে আসা যায়, সে লক্ষ্যে বিভিন্ন সরঞ্জাম প্রদর্শনের মাধ্যমে সচেতন করা হয়।

সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন, যোগাযোগ সম্পাদক জাহিদুর রহমান, পাঠচক্র সম্পাদক মৌটুসী চ্যাটার্জী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক বৈশাখী চ্যাটার্জী, ইব্রাহিম খলিল, আরিফুল ইসলাম, সুরাইয়া বিলকিস, পল্লবী সরকার, মেহেদী হাসান, জয় সরদার, আরাফাত কবীর ও পুতুল।

সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া
ছবি: সংগৃহীত

মহড়ায় সাতক্ষীরা ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন।