সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জ বন্ধুসভার মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জ বন্ধুসভার মানববন্ধন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁকে যাঁরা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করেছেন, তাঁদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন হয়েছে। ২১ মে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা নারীনেত্রী শীলা রায়, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আইনজীবী সালেহ আহমদ, আইনজীবী ও সমাজকর্মী এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কলেজশিক্ষক দুলাল মিয়া, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি মো. রাজু আহমেদ, তরুণ সমাজকর্মী নাসিম চৌধুরী, বন্ধুসভার সহসভাপতি কনক চক্রবর্তী ও প্রদীপ পাল, সাধারণ সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দেব, সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ।

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জ বন্ধুসভার মানববন্ধন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলাম একজন খ্যাতিমান সাংবাদিক। তিনি সম্প্রতি প্রথম আলোতে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম-দুর্নীতি তুলে ধরেছেন। এ কারণেই ওই মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর আক্রোশের শিকার হয়েছেন তিনি। রোজিনা ইসলামকে যেভাবে আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়েছে, সেটি নজিরবিহীন। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁর সঙ্গে যাঁরা অন্যায় আচরণ করেছেন, তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে।

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জ বন্ধুসভার মানববন্ধন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

নারীনেত্রী শীলা রায় বলেন, রোজিনা ইসলাম একজন নারী, একজন খ্যাতিমান সাংবাদিক। তিনি দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে লেখেন। দেশবাসী তা জানতে পারে। কিন্তু তাঁর বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী যে অন্যায় আচরণ করেছেন, সেটি মেনে নেওয়া যায় না। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে যাঁরা অন্যায় আচরণ করেছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জ বন্ধুসভার মানববন্ধন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

আইনজীবী সালেহ আহমদ বলেন, রোজিনা ইসলাম কোনো অন্যায় করেননি, অন্যায় করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্নীতিবাজ ওই সব কর্মকর্তা স্বাধীন সাংবাদিকতার গলা চেপে ধরেছেন। রোজিনার বিরুদ্ধে যে আইনে মামলা হয়েছে, সেটি হাস্যকর। তাঁকে জামিন না দেওয়ায় বিবেকবান মানুষ হতাশ হয়েছে।

শাহজাহান আলম সিদ্দিকী: সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ বন্ধুসভা