সবুজের ভাবনায় সিলেট বন্ধুসভার ব্যতিক্রমী উদ্যোগ

সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণছবি: বন্ধুসভা

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’ উক্তিটি সবারই জানা। তাই বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর চাইতে ভালো উদ্যোগ আর কী হতে পারে।

চলছে ফলের ঋতু। প্রতিটি ঘরে আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, আতাসহ কতশত ফলের সমারোহ চলছে। মাঠে, ঘাটে, হাটে ও ঘরে ফলের যেন মেলা বসেছে। সিলেট বন্ধুসভার বন্ধুরা হাতে নিলেন ভিন্ন এক উদ্যোগ। ফল সবাই খাচ্ছে খাক, বীজ যেন জমিয়ে রাখে। বীজ জমিয়ে পরিবেশ দিবস পালন হবে ভিন্ন আঙ্গিকে।

সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

সিদ্ধান্ত মোতাবেক জমানো বীজ নিয়ে ৫ জুন বের হন বন্ধুরা। শহরের আনাচকানাচে খালি জায়গায় বীজ ছিটানো হয়েছে। সঙ্গে ছিল কিছু গাছের চারা, যেগুলো রোপণ করা হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবীদের কবরের পাশে।

এটাই শেষ নয়, সামনে আসছে বর্ষার মৌসুম। সেই মৌসুমে লাগানো হবে হরেক রকমের চারা গাছ। একদিন যার ফুলে, ফলে আর ছায়ায় পরিতৃপ্ত হবেন অচেনা সহস্র পথিক। আগামী দিন হবে সবুজে আচ্ছাদিত।