‘সংগঠন ও বাঙালি’ বই নিয়ে কিশোরগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

কিশোরগঞ্জ বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

বাঙালির সাংগঠনিক প্রতিভা কেন কম? কেন বাঙালির সংগঠন টেকে না? এ প্রশ্নের উত্তর খুঁজতে কিশোরগঞ্জ বন্ধুসভা আয়োজন করেছে চিন্তাবিদ লেখক আবদুল্লাহ আবু সায়ীদের লেখা ‘সংগঠন ও বাঙালি’ বইয়ের ওপর পাঠচক্র৷ ৩১ মে মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় এই পাঠচক্র।

শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সূর্যসন্তানদের আত্মার শান্তি কামনা করেন বন্ধুরা। পাঠচক্র পরিচালনা করেন কিশোরগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফ এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তানভীর হাসান। বই কথন করেন শায়লা শারমিন, শারমিন ফারজানা, সাবাব, নাজমুল, বুশরা, নীলিমা নাসরিন প্রমুখ।

কিশোরগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

‘সংগঠন ও বাঙালি’ বইটিতে কীভাবে একটি দক্ষ সংগঠন তৈরি করা ও তাকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেছেন লেখক। বইটিতে আলোচনার মূল ধারা সংগঠনকে ঘিরে আবর্তিত হলেও ক্রমে এখানে বৃহত্তর সংগঠন হিসেবে উঠে এসেছে রাষ্ট্র ও সরকারব্যবস্থার কথা।

পাঠচক্র ও আগামী দিনে কিশোরগঞ্জ বন্ধুসভার অগ্রগতির লক্ষ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন সভাপতি লুৎফুন্নেছা চিনু, কার্যনির্বাহী সদস্য সুপ্রতিক সরকার। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, সাংস্কৃতিক সম্পাদক শায়লা শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল, কার্যনির্বাহী সদস্য সাবাব, সুমহিয়া আক্তার, শারমিন ফারজানা, কৌশিক সাহা, পিয়েল পাঠানসহ আরও অনেক বন্ধু।