‘শেষের কবিতা’ নিয়ে পাঁচ বন্ধুসভার পাঠচক্র

‘শেষের কবিতা’ নিয়ে পাঁচ বন্ধুসভার পাঠচক্র
ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস নিয়ে প্রথম আলো বন্ধুসভার বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ৭ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভার্চুয়্যালি এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ঝিনাইদহ, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ ও কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সদস্যরা।

পাঠচক্রে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আবিদা ফারিহা, ঝিনাইদহ বন্ধুসভার খন্দকার মায়েশা রহমান, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আরাফাত মিলেনিয়াম, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সাবরিনা মনজুর ও জামালপুর বন্ধুসভার সিফাত আবদুল্লাহ।

পাঠচক্রে ‘শেষের কবিতা’ ও রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আনিফ রুবেদ ও আয়েশ উদ্দিন, ঝিনাইদহ বন্ধুসভার নাহিলা জান্নাত ও শাহ্ নেওয়াজ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফাহিমা ইসরাত, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার জাহেদুল ইসলাম ও নাওরিন হাসনাত, জামালপুর বন্ধুসভার নিজামরুল করিম ও অন্তরা চৌধুরী।

আলোচকেরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ নিয়ে বিস্তর আলোচনা করেন। বন্ধুরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের মধ্যেই নয়, তিনি পৃথিবীজুড়ে এক আলোচিত ব্যক্তি। তাঁর লেখনী, সাহিত্য, কবিতা, গল্প পৃথিবীর সব মানুষের অন্তর ছুঁয়ে গেছে। তাঁর দর্শন ও সাহিত্য নিয়ে উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান করা হয়। তাঁকে নিয়ে চর্চা করা হয়।’

বন্ধুরা বলেন, ‘রবীন্দ্রনাথের লেখনী এত গভীর ও তাৎপর্যপূর্ণ যে আজও তাঁর লেখা বই, দর্শন ও সাহিত্য নিয়ে গবেষণা হয়। এ জন্যই তিনি বিশ্বকবি হিসেবে ভূষিত হয়েছেন। তিনি আমাদের গর্ব। বাঙালিদের গর্ব। ভালোবাসার মানুষ। তিনি আজীবন আমাদের অন্তরে থাকবেন।’

সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা