শেকৃবি বন্ধুসভার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শেকৃবি বন্ধুসভার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে সপ্তাহব্যাপী পালিত হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) বন্ধুসভার ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১’। ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচির প্রতিপাদ্য বিষয় ছিল ‘বৃক্ষরোপণে পরিবেশ পুনরুদ্ধার, এই হোক সকল বন্ধুর অঙ্গীকার’।
সপ্তাহজুড়ে কর্মসূচির অংশ হিসেবে প্রকাশিত হয়েছে একটি ভিন্নধারার সিরিজ ‘মহিরুহ’। যার প্রতিটি পর্বে তুলে ধরা হয়েছে কয়েকটি ভেষজ, বনজ ও ফলজ গাছের জানা-অজানা তথ্য ও গুণাবলি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শেকৃবি বন্ধুসভার প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা।

কর্মসূচিতে ভিডিও বার্তায় অনুপ্রেরণামূলক বক্তব্য দেন শেকৃবি বন্ধুসভার প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন আহম্মদ। উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক শাহ জহির রায়হান গাছ লাগানোর ছবি ও ভিডিও শেয়ার করে কর্মসূচিকে আরও গতিশীল করে তোলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছ লাগিয়ে এই কর্মসূচিকে অলংকৃত করেছেন উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. তোফায়েল হোসাইন, শিমুল চন্দ্র সরকার, মো. রেজোয়ান সরকার ও আবদুল হালিম। সুদূর প্রবাস থেকে অংশ নিয়েছেন সহকারী অধ্যাপক তনুশ্রী হালদার ও সাইফুল্লাহ শাহরিয়ার।

শেকৃবি বন্ধুসভার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ছবি: সংগৃহীত

শেকৃবি বন্ধুসভার প্রতিষ্ঠাতা সভাপতি মো. কাওসার আলম, সাবেক সভাপতি শাহ ইফতেখার আহমেদ ও মো. রাকিবুজ্জামান আলিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসাইন, সদ্য সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ প্রমুখ অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। বন্ধুদের মধ্যে ছিলেন জিনিয়া রহমান, গোলাম মোরশেদ, আসিফ ইকবাল, নুসরাত জাহান, অমনিয়া আশরাফ, গোলাম মোস্তফা, অজয় পাল, সোবেল দেব, রাকিবুন নাহার, সানজিদা আহমেদ, ফাওজিয়া গওহর, মালিহা আফরোজ, সামিয়া চৌধুরী, আনিকা তাসফিয়া, ইমতিয়াজ উদ্দীন, রাইহান-উল ইসলাম, জুলফিকার আলী, রতন মিয়া, সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, যারীন সুবাহ্, মনিরা হোসাইন, নাবিয়া সুলতানা, মো. সাহেদ, আজমাইন আদিব, আফরিন খানম, শাহাদাত হোসেন, জাহিদ হাসান প্রমুখ।

শেকৃবি বন্ধুসভার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ছবি: সংগৃহীত

বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে সচেতনতা তৈরি করে সরাসরি পরিবেশ রক্ষায় অবদান রাখাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানান জিনিয়া রহমান। গোলাম মোরশেদ বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ লাগিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের এই কর্মসূচি আরও ফলপ্রসূ হবে।’