শুরু হচ্ছে বন্ধুসভার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, রুপা চক্রবর্তী ও রবিশঙ্কর মৈত্রী
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা। ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় কর্মশালার ক্লাস শুরু হবে। বন্ধুসভার বিশেষ এই কর্মশালা জুম অ্যাপের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। কর্মশালায় সপ্তাহে ৩টি করে মোট ১০টি ক্লাস হবে। মোট তিনজন প্রশিক্ষক ক্লাস নেবেন। উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষক হিসেবে থাকবেন আবৃত্তিশিল্পী রুপা চক্রবর্তী। অন্য দুজন প্রশিক্ষক হলেন শিমুল মুস্তাফা ও রবিশঙ্কর মৈত্রী।

বন্ধুসভা আয়োজিত এই শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালায় ৫০০ টাকা ফি দিয়ে যে কেউ অংশ নিতে পারবেন। তবে বন্ধুসভার সদস্যদের জন্য ফি ধরা হয়েছে ২৫০ টাকা। কর্মশালার ক্লাস সময়সূচি উদ্বোধনী ক্লাসের পর জানিয়ে দেওয়া হবে। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য ২১ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের লিংক:  https://cutt.ly/NW7Ep9A । প্রয়োজনে যোগাযোগ: ০১৯৫৫৫৫২০৮৮।