শীতে অসহায় মানুষের মধ্যে যাত্রাবাড়ী বন্ধুসভার কম্বল বিতরণ

গত ২৭ নভেম্বর তালিকাভুক্ত অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী বন্ধুসভার বন্ধুরা প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী মাথায় রেখে চিন্তা করলেন শীতে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করবেন। যে চিন্তা সেই কাজ। বন্ধুরা নিজেদের পকেটখরচ দিয়ে কার্যক্রম সম্পাদন করার প্রয়াস নিয়ে মাঠে নামেন। শুধু মাঠে নেমে বসে থাকেননি, অল্প কয়েক দিনের মধ্যেই সাধ্যমতো টাকা জোগাড় করে চলে যান গুলিস্তানে কম্বলের পাইকারি বাজারে।

সাধ্যের মধ্যে সর্বোচ্চ গুণগত মানের কম্বল কেনার জন্য বন্ধুরা বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করেন। ব্যবসায়ীদের সহায়তা করার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অবশেষে কম্বল কিনে বন্ধুরা নিজেরাই বহন করেন, কখনো মাথায়, কখনো ভ্যানে। বন্ধুরা আগেই আশপাশের দুস্থ মানুষের একটি তালিকা করে রাখেন, যারা একেবারেই কম্বল কেনার সামর্থ্য রাখে না। গত ২৭ নভেম্বর তালিকাভুক্ত অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়।

এদিকে বন্ধুদের মধ্যে একটা অস্থিরতা ছিল ঢাকা শহরে অনেক ভাসমান মানুষ আছে, তাদের কাছে কীভাবে কম্বল পৌঁছানো যায়? সেই আকাঙ্ক্ষা থেকেই ২৭ নভেম্বর রাতে একদল বন্ধু বেরিয়ে যান। শীতে কষ্ট করা মানুষ, যাদের একান্তই প্রয়োজন, সেভাবে খুঁজে খুঁজে কম্বল প্রদান করা হয়। বন্ধুরা তৃপ্ত হন যখন কম্বলগ্রহীতাদের চোখে–মুখে আনন্দ আর ভালোবাসার ছাপ দেখা যায়। যাত্রাবাড়ী বন্ধুসভা এ বছর এখন পর্যন্ত ৭১টি পরিবারের কাছে কম্বল পৌঁছে দিয়েছে।