শিক্ষকদের সম্মান জানিয়ে ক্যামব্রিয়ান বন্ধুসভার আয়োজন

শিক্ষকদের সম্মান জানিয়ে ক্যামব্রিয়ান বন্ধুসভার আয়োজন
ছবি: সংগৃহীত

ক্যামব্রিয়ান প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘শিক্ষাগুরু, তোমরাই সমাজের আদর্শ’ শিরোনামের ভার্চ্যুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে এ আয়োজন করা হয়।

শিক্ষকদের সম্মান জানিয়ে ক্যামব্রিয়ান বন্ধুসভার আয়োজন
ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় ক্যামব্রিয়ান বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে গান, কবিতা ও আলোচনায় উঠে আসে শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। যাঁরা প্রতিটা দিন শিক্ষার্থীদের উৎসর্গ করেন, এ অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রাণপ্রিয় শিক্ষকদের সম্মান জানানো হয়।

শিক্ষকদের সম্মান জানিয়ে ক্যামব্রিয়ান বন্ধুসভার আয়োজন
ছবি: সংগৃহীত

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ রোমানা খানম, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ক্যারিয়ারবিষয়ক সম্পাদক সাইদুল হাসান ও দেশব্যাপী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষকেরা।

শিক্ষকদের সম্মান জানিয়ে ক্যামব্রিয়ান বন্ধুসভার আয়োজন
ছবি: সংগৃহীত

অতিথিরা প্রত্যেকে তাঁদের শিক্ষাজীবনের শিক্ষকদের স্মরণ করেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত শিক্ষকেরা বলেন, ছাত্রদের হাত ধরেই বাংলাদেশ উন্নত বিশ্বে নাম লেখাবে। ক্যামব্রিয়ান বন্ধুসভার চমৎকার এই আয়োজন উপস্থাপনায় ছিলেন ক্যামব্রিয়ান বন্ধুসভার বন্ধু তাবাসসুম ফাবিয়া।