শাবিপ্রবি বন্ধুসভার পুনর্মিলনী ও অনলাইন আড্ডা অনুষ্ঠিত

শাবিপ্রবি বন্ধুসভার পুনর্মিলনী ও অনলাইন আড্ডা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নতুন ও পুরোনো বন্ধুদের নিয়ে পুনর্মিলনী ও অনলাইন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৮টায় জুম অ্যাপের মাধ্যমে এ আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা সদস্যরাও অংশ নেন।

অনলাইন আড্ডায় বন্ধুসভার সাবেক সদস্যরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁরা নতুন বন্ধুদের সাংগঠনিক ও মানবজীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। সাবেক বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ ওসমানীনগর সার্কেলের অ্যাডিশনাল এসপি মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি জনিক তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকার প্রমুখ।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন রাশেদ তালুকদার, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক মো. তৌফিকুল ইসলাম। উপদেষ্টারা নতুন বন্ধুদের নানাবিধ বিষয়ে পরামর্শ দেন, যাতে বন্ধুরা আদর্শ জীবন ও মানবিক মূল্যবোধের বিষয়ে জানতে পারেন।

শাবিপ্রবি বন্ধুসভার পুনর্মিলনী ও অনলাইন আড্ডা অনুষ্ঠিত
ছবি: সংগ্রহীত

শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফসারা হোসেন। উপস্থিত ছিলেন সহসভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, নাইমা আক্তার, শামীম আহমেদ, মুমিনুল ইসলাম, হাফসা, সাফায়েত ইসলাম, রুমা আক্তারসহ আরও অনেক বন্ধু।