শাবিপ্রবি বন্ধুসভার আয়োজনে ‘ভার্চ্যুয়াল ভাইরাস আসক্তি: উত্তরণের উপায়’

প্রতীকী ছবি
সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ‘ভার্চ্যুয়াল ভাইরাস আসক্তি: উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় জুম অ্যাপের মাধ্যমে ভার্চ্যুয়াল এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শাবিপ্রবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নাজমুল হাসান।

জুম অ্যাপের মাধ্যমে ভার্চ্যুয়াল এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

আলোচনা সভায় বক্তারা ভার্চ্যুয়াল ভাইরাস ও মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। সবাইকে নিরাপদ অনলাইন ব্যবহারের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। কীভাবে ভার্চ্যুয়াল ভাইরাস হতে নিজেদের রক্ষা করা যায়, সে ব্যাপারেও বিশদ আলোচনা করা হয়।

সভায় আরও বক্তব্য দেন শাবিপ্রবি বন্ধুসভার কোষাধ্যক্ষ আফসারা হোসেন। আয়োজনের সভাপতিত্ব করেন শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি জনিক তালুকদার।