শাবিপ্রবি বন্ধুসভার আয়োজনে ‘দক্ষতার হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

‘সঠিক দক্ষতায় দক্ষ হই, প্রতিযোগিতায় এগিয়ে রই’ স্লোগানে গত ২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যদের জন্য আয়োজন করা হয়েছিল ‘দক্ষতার হাতেখড়ি’ শীর্ষক দক্ষতাবিষয়ক খুঁটিনাটি নিয়ে অনলাইন কর্মশালা। কর্মশালার বিষয় ছিল সফট স্কিলস ডেভেলপমেন্ট।

শাবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক তানিম খন্দকারের সঞ্চালনায় কর্মশালায় মূল আলোচনা করেছেন কোষাধ্যক্ষ আফসারা হোসাইন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি বিকাশ সরকার এবং সমাপনী বক্তব্য দেন সভাপতি জনিক তালুকদার। এতে শাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আলোচিত বিষয়গুলো ছিল ‘হোয়াট ইজ সফট স্কিল’, ‘হোয়াই সফট স্কিল’, ‘হাউ টু এনহ্যান্স সফট স্কিল’, ‘হু অ্যাম আই? ডু আই রিয়েলি নো?’, ‘ডেভেলপ আ গ্রোথ মাইন্ডসেট’, ‘নেগোসিয়েশন স্কিলস’ এবং ‘আর্ট অব ক্রিটিক্যাল থিংকিং।

সাধারণ সম্পাদক, শাবিপ্রবি বন্ধুসভা