শহীদ শংকু সমজদার বিদ্যানিকেতনে রংপুর বন্ধুসভার বৃক্ষরোপণ

শহীদ শংকু সমজদার বিদ্যানিকেতনে রংপুর বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: রংপুর বন্ধুসভা

রংপুরে স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ শিশু শংকু সমজদারের নামে প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গনে বৃক্ষরোপণ করেছে প্রথম আলো বন্ধুসভা। নিজেদের অর্থায়নে বন্ধুসভার সদস্যরা রংপুর নগরের তিনটি নার্সারি থেকে ১১ প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি ৩০টি গাছের চারা ক্রয় করেন। ১০ জুন বৃহস্পতিবার দুপুরে নগরের আশরতপুর চকবাজার এলাকায় শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে প্রথম আলো বন্ধুসভা রংপুরের উদ্যোগে এসব গাছের চারা রোপণ করা হয়।

শহীদ শংকু সমজদার বিদ্যানিকেতনে রংপুর বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: রংপুর বন্ধুসভা

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা রংপুরের উপদেষ্টা মুকুল হোসেন, সভাপতি হুসাইন আল মামুন, সাধারণ সম্পাদক রওনক জাহান, সাবেক সহসভাপতি সুদীপ্ত কুমার সাহা, পাঠচক্র সম্পাদক তাহমিন রেজা, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফ হাসান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক শামীম আহমেদ, বন্ধু লাকি খাতুন, পূজন রায়, তালিমুল ইসলাম, তাহসিন, জুনাইদ ইসলামসহ আরও অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতনের অধ্যক্ষ তানিয়া সুলতানা ও উপাধ্যক্ষ আফিফা ইশরত।

শহীদ শংকু সমজদার বিদ্যানিকেতনে রংপুর বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: রংপুর বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে বিদ্যানিকেতনের অধ্যক্ষ তানিয়া সুলতানা বলেন, ‘শহীদ শংকু সমজদারের নামে রংপুরে কোনো প্রতিষ্ঠান নেই। আমরা তাঁর মায়ের ইচ্ছাপূরণে এই বিদ্যানিকেতন শংকু সমজদারের নামে প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠার পর এবারই প্রথম একসঙ্গে এতগুলো বৃক্ষ রোপণ করা হলো। এ জন্য প্রথম আলো বন্ধুসভাকে সাধুবাদ জানাই।’

প্রশিক্ষণ সম্পাদক, রংপুর বন্ধুসভা