শহর রক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে ভোলা বন্ধুসভার বন্ধুদের প্রচেষ্টা

দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে জোয়ারের পানি আটকাতে সক্ষম হন ভোলা বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

শহর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে, এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে যান ভোলা প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। ২৬ মে বুধবার দুপুরে ভোলা জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোরার হাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধে ভাঙন সৃষ্টি হয়। দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর জানমাল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে জোয়ারের পানি আটকাতে সক্ষম হন ভোলা বন্ধুসভার বন্ধুরা।

দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে জোয়ারের পানি আটকাতে সক্ষম হন ভোলা বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

এলাকাবাসী জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ধনিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের কোরার হাটবাজার–সংলগ্ন বাঁধ পানির চাপে ভাঙন সৃষ্টি হয়। ফলে পানি পার্শ্ববর্তী বসতবাড়ি ও মাছের ঘেরে প্রবেশ করে।

দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে জোয়ারের পানি আটকাতে সক্ষম হন ভোলা বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

ভোলা বন্ধুসভার সভাপতি এম আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বন্ধুসভার বন্ধুরা ঘূর্ণিঝড় ইয়াসের সচেতনতামূলক প্রচারণায় তুলাতুলি এলাকায় অবস্থান করছিলাম। বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়ামাত্রই এলাকাবাসী ও বন্ধুসভার বন্ধুদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি তাৎক্ষণিক সংস্কারের চেষ্টা চালাই। কয়েক ঘণ্টা পর জোয়ারের পানি আটকাতে সক্ষম হই।’

দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে জোয়ারের পানি আটকাতে সক্ষম হন ভোলা বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

এ সময় উপস্থিত ছিলেন ভোলা বন্ধুসভার সহসভাপতি ইয়ারুল আলম হেলাল, সাংগঠনিক সম্পাদক মো. আরিয়ান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এম শরীফ আহমেদ, আর জে শান্ত, জাফর ইসলাম, মো. শুভ, মো. রিয়াজ, মো. হাসান, এম এ আজিজ রাহায়ন, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ হাসনাইন, মো. পারভেজ প্রমুখ।

দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে জোয়ারের পানি আটকাতে সক্ষম হন ভোলা বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত পরিদর্শন করে বাঁধ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

সাংগঠনিক সম্পাদক, ভোলা বন্ধুসভা