লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা

লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো বাৎসরিক চড়ুইভাতি ২০২১। ৩ ডিসেম্বর শুক্রবার লেদার ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে এই চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

একদিকে শতবর্ষের আলোয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুসজ্জিত, অন্যদিকে লেদার ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে শত গল্পের সাক্ষী সাধের বিন্নিতলায় চড়ুইভাতি অনুষ্ঠানের জন্য সাজানো রঙিন মঞ্চ; সব মিলিয়ে বন্ধুসভার বন্ধুদের মধ্যে এক অন্য রকম আনন্দের মাত্রা যোগ করেছিল এই আয়োজন। চড়ুইভাতির অনুষ্ঠান বর্ণিল করে তোলার জন্য বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা
ছবি: সংগৃহীত

নতুন বর্ষের ক্লাস–ল্যাবের ফাঁকে সবাই মিলে সাজানো একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা ছিল দৃঢ়প্রতিজ্ঞ। তারই ফল হিসেবে চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা পূর্ণতা পায়। বাঁশবাগানের মাঝে চাঁদের আলো এসে আলোকিত করেছে ছোট্ট একটি কুঁড়েঘরকে, ছিল খেজুরগাছ, রসের হাঁড়ি—এ রকম শীতকালীন চমৎকার আয়োজনে সাজানো হয়েছিল মঞ্চ।

লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা
ছবি: সংগৃহীত

গান, নাচ, অভিনয়সহ মনোমুগ্ধকর সব আয়োজন ছিল চড়ুইভাতির অনুষ্ঠানে। সন্ধ্যা ৬টা থেকে মূল অনুষ্ঠান শুরু হয়ে শেষ হতে হতে রাত ১০টা পেরিয়ে যায়। হেমন্তের একেবারে শেষ পর্যায়ে প্রকৃতি যখন শীতের আগমনী বার্তা নিয়ে হাজির, ঠিক এই সময়ে এ রকম একটি সন্ধ্যার জন্য বন্ধুরা ছিল উচ্ছ্বসিত। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় সাবেক সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা
ছবি: সংগৃহীত

চড়ুইভাতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা আশফাকুজ্জামান ও ফাল্গুনী মজুমদার, সাবেক সভাপতি উত্তম রায় প্রমুখ।