লক্ষ্মীপুর বন্ধুসভার আয়োজনে মৌসুমি ফল উৎসব
নতুন প্রজন্মকে মৌসুমি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুর বন্ধুসভা আয়োজন করেছে মৌসুমি ফল উৎসব। ২২ মে শনিবার বিকেলে হরেক রকম ফলের সমারোহে শহরের প্রজাপতি স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে স্থান প্রায় আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, মন্ডল, চালতা, তালের ডাব, ঢেউয়া, গাবসহ দেশীয় প্রায় ২০ প্রকারের ফল।
অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুরের সভাপতি শান্তন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিম জোবায়েরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও লক্ষ্মীপুর বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মাইন উদ্দিন পাঠান।
প্রধান অতিথির বক্তব্যে মাইন উদ্দিন পাঠান বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের দেশিও অনেক ফল হারিয়ে যাচ্ছে। অনেক তো হারিয়েও গেছে। আগে আমরা অনেক দেশি ফল দেখতে পেতাম, যা বর্তমান প্রজন্মের অজানা। এমন আয়োজনে কিছু ফলের সঙ্গে পরিচিত হবে বর্তমান প্রজন্ম। এমন আয়োজন চলমান থাকুক। সামনে আরও বড় পরিসরে হোক, এ কামনা করি।’
এ ছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বন্ধুসভার সাবেক সভাপতি মারজাহান চৌধুরী শিমু, মেঘ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফাহাদ বিন বেলায়েত, বন্ধুসভার সহসভাপতি রিয়াদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ শাকিল, অর্থ সম্পাদক ইসমাইল খান সুজন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ নুর হোসেন ফাহাদ, প্রশিক্ষণ সম্পাদক আশরাফুল মোবারক, প্রচার সম্পাদক সুব্রত পাল, পাঠচক্রবিষয়ক সম্পাদক রাজন মোল্লা, পাঠাগার সম্পাদক রিয়াদ হাসিব, যোগাযোগ সম্পাদক শান্ত পাল, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আজিম হোসেন, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম অর্ণি প্রমুখ।