রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে পিরোজপুরে মোমবাতি প্রজ্বালন

রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে পিরোজপুরে মোমবাতি প্রজ্বালন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও তাঁর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার চেয়ে মোমবাতি প্রজ্বালন করেছেন পিরোজপুর বন্ধুসভার বন্ধুরা।

২২ মে শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৫ মিনিট পর্যন্ত পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সংহতি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য দেন পিরোজপুর বন্ধুসভার সভাপতি শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশে একের পর এক আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে। কিন্তু সেসব প্রতিবেদনই আজ তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুল ইসলাম।

রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে পিরোজপুরে মোমবাতি প্রজ্বালন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

অবিলম্বে রোজিনার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও তাঁকে হেনস্তাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন পিরোজপুর বন্ধুসভার নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক শাফিউল মিল্লাত, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার রিয়া, উপসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান তামিম, মানবসম্পদবিষয়ক সম্পাদক নুর ই জান্নাত ইতু, পরিবেশ সম্পাদক তামান্না মিম, যোগাযোগ সম্পাদক আসাদুল হক প্রমুখ।