রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সরিষাবাড়ীতে সমাবেশ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। ১৯ মে বুধবার সকাল ১০টায় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। বন্ধুসভার ব্যানারে আয়োজিত সমাবেশে নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন, মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছিল। সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী বন্ধুসভার সহসভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, সরিষাবাড়ী টাউন বণিক সমিতি ও উপজেলা জাসদের সভাপতি গোলাম সোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ প্রমুখ।