রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদে মাগুরা বন্ধুসভার মানববন্ধন

রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদে মাগুরা বন্ধুসভার মানববন্ধন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে, বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের এমআর রোডে মাগুরা সরকারি কলেজের সামনে প্রথম আলো বন্ধুসভা মাগুরা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে যোগ দেয় মাগুরা প্রেসক্লাব ও বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা।

রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদে মাগুরা বন্ধুসভার মানববন্ধন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভা মাগুরার সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী মিঠুন। বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শাখার সভাপতি মমতাজ বেগম, জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম, বাসদ কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য প্রকৌশলী শম্পা বসু, প্রথম আলোর জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান প্রমুখ।

সমাবেশে মাগুরা বন্ধুসভার সদস্যরা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানান।

রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদে মাগুরা বন্ধুসভার মানববন্ধন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান বলেন , ‘প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদকের ওপর যে মিথ্যা মামলা ও হয়রানি করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে মুক্ত গণমাধ্যমচর্চার নিশ্চয়তা দিতে হবে।’ অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদে মাগুরা বন্ধুসভার মানববন্ধন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

মানববন্ধন সমাবেশে বক্তারা আরও বলেন, ‘রোজিনা ইসলামকে ৬ ঘণ্টা আটকে রেখে তারা আইনের লঙ্ঘন করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।’ সমাবেশে বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানান।

প্রশিক্ষণ সম্পাদক, মাগুরা বন্ধুসভা