রোকেয়া দিবসে শাবিপ্রবি বন্ধুসভার আলোচনা সভা

গুগল মিটের মাধ্যমে ভার্চ্যুয়াল এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

‘নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান’ শীর্ষক আলোচন সভা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধুসভা। বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর রাত আটটায় গুগল মিটের মাধ্যমে ভার্চ্যুয়াল এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচন সভা সঞ্চালনা করেন শাবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক তানিম খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা ও বায়োকেমিস্ট অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক খন্দকার আতকিয়া ফারিহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তাসনিম হোসাইন।

সভায় স্বাগত বক্তব্য দেন শাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি বিকাশ সরকার। সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি জনিক তালুকদার ।

আরও বক্তব্য দেন মেহেদী হাসান, মাইদুল ইসলাম মুরাদ, আফসারা হোসাইন হিমা, নাইমা ইসলাম, রহিমা পারভীন রুহি প্রমুখ। আলোচনা সভায় বেগম রোকেয়ার কর্মময় জীবন ও নারী জাগরণে বেগম রোকেয়ার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।