রায়গঞ্জে বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়গঞ্জ বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
ছবি: সংগৃহীত

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও কুইজ প্রতিযোগিতা করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ বন্ধুসভা। ৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় রক্তের গ্রুপ না জানা ৪৪ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বিনা মূল্যে।

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজনীন খাতুন বলেন, ‘আমাদের ইউনিক আইডি তৈরি করতে রক্তের গ্রুপ জানা প্রয়োজন। আজ বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারায় অনেক উপকার হলো।’

রায়গঞ্জ বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
ছবি: সংগৃহীত

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি মো. আতিকুল ইসলাম, সাবেক সভাপতি মো. আরাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক উজ্জ্বল কুমার মাহাতো প্রমুখ।

একই দিন রায়গঞ্জ বন্ধুসভা উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর মধ্যে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করে। ৭ নভেম্বর কুইজ প্রতিযোগিতার সেরা ২০ জনকে পুরস্কার দেওয়া হয়।

রায়গঞ্জ বন্ধুসভা কুইজ প্রতিযোগিতারও আয়োজন করে
ছবি: সংগৃহীত

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা সরকার, সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, প্রভাষক ফরিদুল ইসলাম, রফিক উদ্দিন, আবদুল মোমিন পাঠান, সোহেল রানা প্রমুখ।