রাবি বন্ধুসভায় ‘শহীদ জোহা দিবস’ পালন

রাবি বন্ধুসভায় ‘শহীদ জোহা দিবস’ পালন
ছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টরের দায়িত্ব পালনকালে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি আইয়ুববিরোধী আন্দোলনের সময় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন ড. শামসুজ্জোহা।

শহীদ জোহার আদর্শ সমুন্নত রেখে ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা পালন করেছে ‘শহীদ জোহা দিবস’।

দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় ড. জোহার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। এরপর তাঁর আত্মত্যাগের মহিমা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘অনুভূতিতে জোহা স্যার’ শীর্ষক লিখন প্রদর্শনীর আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীসহ সর্বস্তরের মানুষ।

রাবি বন্ধুসভায় ‘শহীদ জোহা দিবস’ পালন
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন রাবির ছাত্র উপদেষ্টা তারেক নূর, রাবি সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ আল মাহফুজ, রাবি বন্ধুসভার সভাপতি মো. সুরুজ সর্দার, সহসভাপতি তানভীর ইমাম, সাধারণ সম্পাদক সিফাত হোসেন, অর্থ সম্পাদক আবু সাহাদাৎ, পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোপাল রায়, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক সুমাইয়া জেসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্ম–সাধারণ সম্পাদক বিনীতা বিশ্বাস, দপ্তর সম্পাদক মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা