রাবি বন্ধুসভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভা। ৩ মে সোমবার বেলা আড়াইটায় ফেসবুক লাইভের মাধ্যমে ভার্চ্যুয়াল এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল, ‘ভেঙে যাক অন্ধকারের শিকল; আলোর শিখা ছড়াক মুক্তির বার্তা’।
অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল, গণমাধ্যমের স্বাধীনতা: সম্ভাবনা ও বাস্তবতা। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন ও বন্ধু আশফাকুর রহমান। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আবদুল কাইয়ুম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ আল মাহফুজ, প্রথম আলোর রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম মুহম্মদ আজাদ, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক ও সময় টিভির সিনিয়র সংবাদ পাঠক জাফর সাদিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. মঈন উদ্দীন।
বক্তাদের বক্তব্যে ফুটে ওঠে সাংবাদিকতার অতীত ও বর্তমান অবস্থার বিশ্লেষণ এবং বর্তমান ঘটনাপ্রবাহের প্রায়োগিক দিকগুলোর ব্যাখ্যা।
বক্তারা সবাই সমাজের দর্পণখ্যাত গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব বহনকারী বিভিন্ন দিক তুলে ধরেন। স্বাধীনতা চর্চার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কণ্ঠস্বর হবে গণমাধ্যম, এ আশাবাদ ব্যক্ত করেন সবাই।
সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা