রাবি বন্ধুসভায় পালিত হলো মহান বিজয় দিবস

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে গুগল মিটের মাধ্যমে আলোচনা সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ‘ভালোর সাথে আলোর পথে, দৃঢ় প্রত্যয়ে বিজয়ের মিছিলে’—এই স্লোগান সামনে রেখে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন রাবি বন্ধুসভার সভাপতি তাসনিম হোসেন, সাধারণ সম্পাদক তারিফ হাসান, যোগাযোগ সম্পাদক বিনীতা বিশ্বাস, মুমতাহেনা মীম, আবু শাদাত বাঁধন, আসাদ ইবনে শাহীন, আশিকুর রহমান, মার্জিয়া আক্তার প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সিফাত হোসেন।

বক্তাদের বক্তব্যে উঠে আসে ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন’ কথাটির মর্মার্থ। নিজেদের সংস্কৃতি আঁকড়ে ধরে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চেতনা ফুটে ওঠে বন্ধুদের বক্তব্যে।

এ ছাড়া ‘মুক্তিযুদ্ধের গল্প বলা’ অংশে বন্ধুরা নিজ নিজ গ্রামের ‘মুক্তিযুদ্ধের বীরত্বগাথার গল্প’ তুলে ধরেন।

বিজয়ের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে সভাপতি তাসনিম হোসেনের কণ্ঠে ‘সব কটা জানালা খুলে দাও না’ গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা