রাবি বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

বৃক্ষরোপণে বন্ধুদের স্বতস্বফূর্ত অংশগ্রহণ
ছবি: বন্ধুসভা

মমতাজউদ্দীন কলাভবনের সামনে বন্ধুসভা চত্বরের পাশে একটি আম্রপালি আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। ২৭ জুন সোমবার বিকেল ৫টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক ঔষধি ও ফলগাছের চারা রোপণ করেছেন বন্ধুরা।

চারা রোপণ শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কর্মসূচির উদ্বোধন করেন রাবি বন্ধুসভার উপদেষ্টা এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম নিরব। ক্যাম্পাসের বধ্যভূমি চত্বর এলাকায় প্রায় ৪০টি বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, পেয়ারা, কমলা, মেহগনি, নিম প্রভৃতি গাছের চারা। আরও ১৫টি চারা ক্যাম্পাসের কাছাকাছি বসবাসরত বৃক্ষপ্রেমী মানুষের মধ্যে বিতরণ করা হয়।

চারা রোপণ করছেন কয়েকজন বন্ধু
ছবি: বন্ধুসভা

মাটি গর্ত করে গাছ লাগানোর উপযোগী করা থেকে শুরু করে বৃক্ষরোপণ—সব কাজে রাবি বন্ধুসভার বন্ধুরা স্বতস্বফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভাপতি সুরুজ সর্দার ও সাধারণ সম্পাদক সিফাত হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। কাজ শেষে ছোট পরিসরে আলোচনা সভাও হয়। সুরুজ সর্দার বলেন, ‘আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা পরিবেশেও ইতিবাচক প্রভাব রাখবে।’

উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার উপদেষ্টা মোশাররফ হোসেন, অর্থসম্পাদক আবু সাহাদাৎ, বইমেলা সম্পাদক ইমন ভূঁইয়া, মীর মোহাম্মদ, আনিসুর রহমান, বি এম সাকিব, সোহেল হোসেন, মাজিদুল ইসলাম। ৫০টি ঔষধি ও ফলগাছ দিয়ে সহযোগিতা করেছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

লেখা: প্রচার সম্পাদক, রাবি বন্ধুসভা