রাবি বন্ধুসভার বছরের ষষ্ঠ পাঠচক্র অনুষ্ঠিত

রাবি বন্ধুসভার বছরের ষষ্ঠ পাঠচক্র অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

‘ভালোর সাথে আলোর পথে, বইয়ের সান্নিধ্যে মুক্তির পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভার বছরের ষষ্ঠ পাঠচক্র। গত ২৮ এপ্রিল বুধবার জুম মিটিংয়ের মাধ্যমে পাঠচক্র অনুষ্ঠিত হয়। আলোচ্য বই হিসেবে ছিল সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড।

পাঠচক্রবিষয়ক সম্পাদক রাইসা রাখসান্দার সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সভাপতি তারিফ হাসান, সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন, দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান, যোগাযোগ সম্পাদক বিনীতা বিশ্বাস, প্রচার সম্পাদক নয়ন চন্দ্র দাস, নারীবিষয়ক সম্পাদক রহিমা সিদ্দিকী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. সানজিন আহসান, গোপাল রায় প্রমুখ।

বক্তাদের বক্তব্যে ফুটে ওঠে মুক্তিযুদ্ধকালীন ত্যাগ–তিতিক্ষার চিত্র। উপন্যাসের বুড়ি চরিত্র নিজ সন্তানকে দেশমাতৃকার জন্য বিসর্জন দিয়ে দেয়। গড়ে ওঠে এক মহাকাব্যের উপাখ্যান। যেখানে হলদি গাঁ বাংলাদেশের প্রতিচ্ছবি আর বুড়ি মুক্তিযুদ্ধের প্রতিটি অদম্য সাহসী দেশপ্রেমিক মায়ের প্রতিচ্ছবি।

মায়ের এ ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে ও দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে শেষ হয় পাঠচক্র অনুষ্ঠান।

সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা