রাবি বন্ধুসভার পাঠচক্রে ‘আরেক ফাল্গুন’

রাবি বন্ধুসভার পাঠচক্রে ‘আরেক ফাল্গুন’
ছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নিয়মিত আয়োজন পাঠচক্রের বছরের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টায় গুগল মিটের মাধ্যমে এই পাঠচক্রের আসর হয়।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে পাঠচক্রের নির্ধারিত বই ছিল জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাস। বইমেলা সম্পাদক আবদুল জলিল ভূইয়ার উপস্থাপনায় পাঠচক্র পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি বন্ধুসভার সহসভাপতি তানভীর ইমাম।

পাঠচক্রে বন্ধুরা ‘আরেক ফাল্গুন’ উপন্যাস সম্পর্কে আলোচনা করেন। বর্ণনার আবেগের সঙ্গে ঘটনার প্রবহমানতা একাত্ম করে রচিত জহির রায়হানের এই উপন্যাসটি রাবি বন্ধুসভার বন্ধুরা নিজের ভাষায় প্রকাশ করেন।

পাঠচক্রে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুরুজ সর্দার, সাধারণ সম্পাদক সিফাত হোসেন, সহসভাপতি তানভীর ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মাহাদি হাসান, প্রচার সম্পাদক তুহিনূজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ আহমেদ, পরিবেশ ও সমাজ কল্যান সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বন্ধু আবিদ হাসান, নাসিম আহমেদ, কামরুল হাসান, আজিজুল হাসান, হাসনাত প্রমুখ।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বছরের এই তৃতীয় পাঠচক্র শেষ হয়। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটক নিয়ে রাবি বন্ধুসভার বছরের দ্বিতীয় পাঠচক্র অনুষ্ঠিত হয়।

প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা