রাবি বন্ধুসভার পাঠচক্রে ‘আত্মজা ও একটি করবী গাছ’

রাবি বন্ধুসভার পাঠচক্রে ‘আত্মজা ও একটি করবী গাছ’
ছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বছরের পঞ্চম পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাবি বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে এ পাঠচক্রের আসর বসে।

পাঠচক্রের নির্ধারিত বিষয় ছিল হাসান আজিজুল হক রচিত গল্প ‘আত্মজা ও একটি করবী গাছ’। হাসান আজিজুল হক ‘আত্মজা একটি করবী গাছ’ গল্পে বলতে চেয়েছেন দেশভাগের ছিন্নভিন্ন জীবন মানুষকে জীর্ণশীর্ণ করে তোলে আর কান্নাজড়িত চোখে ভাসে নিজের ফেলে আসা জীবনের কথা।

রাবি বন্ধুসভার সভাপতি সুরুজ সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিফাত হোসেনের সঞ্চালনায় পাঠচক্র পরিচালিত হয়। পাঠচক্রে বন্ধুরা গল্পটি সম্পর্কে নিজ নিজ ভাষায় তাঁদের মতামত তুলে ধরেন।

পাঠচক্র শেষে বন্ধুরা আগামী মাসের কর্মপরিকল্পনা সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। পাঠচক্রে রাবি বন্ধুসভার সহসভাপতি তৌফিক হাসান, জেন্ডারসমতাবিষয়ক সম্পাদক সুমাইয়া জেসমিন, প্রচার সম্পাদক তুহিনূজ্জামান, অর্থ সম্পাদক আবু সাহাদতসহ অর্ধশতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা