রাবি বন্ধুসভার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভার আয়োজনে পালিত হলো ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’। ‘নারীর প্রতি সহিংসতা রোধ করি, সুন্দর পৃথিবী গড়ি’ স্লোগানে গত ২৫ নভেম্বর রাত নয়টায় জুম মিটিংয়ের মাধ্যমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রাবি বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সিফাত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বর্তমান কমিটির সভাপতি তাসনিম হোসেন, সাধারণ সম্পাদক তারিফ হাসান, সহসভাপতি মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাদমান সাকিব, উপসাংগঠনিক সম্পাদক নিশাত আনাম, যোগাযোগ সম্পাদক বিনীতা বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক কে এম খালিদ হাসান, সাবেক তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আবিদ হাসান, মুমতাহেনা মীম, অনীক আহমেদ, মো. মামুন আলী, তুহিনুজ্জামান, আবু শাদাত বাঁধন, শাখাওয়াত আলম প্রমুখ।

সভায় সমসাময়িক প্রেক্ষাপটে নারী নির্যাতনের কারণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কিত বিশ্লেষণধর্মী আলোচনা করা হয়।

নারীর প্রতি অন্যায়-সহিংসতার বিরুদ্ধে উদ্যমী চেতনা বুকে ধারণ করে রাবি বন্ধুসভার উপদেষ্টা রাকিব হাসানের গানের মাধ্যমে যবনিকা টানা হয় এই আয়োজনের।

প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা