রাবি ও চবি বন্ধুসভার যৌথ পাঠচক্রে আহমদ ছফার ‘গাভী বিত্তান্ত’

রাবি ও চবি বন্ধুসভার যৌথ পাঠচক্রে আহমদ ছফার ‘গাভী বিত্তান্ত’
ছবি: সংগৃহীত

‘ভালোর সাথে আলোর পথে, বইয়ের সান্নিধ্যে মুক্তির পথে’ স্লোগানে অনুষ্ঠিত হলো রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথ পাঠচক্র। ২৫ জুন শুক্রবার রাত ৮টায় জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই ভার্চ্যুয়াল পাঠচক্রের নির্ধারিত বই ছিল আহমদ ছফার ‘গাভী বিত্তান্ত’।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আবদুল কাইয়ুম। তিনি বলেন, ‘গাভী বিত্তান্ত’ বইটি সমসাময়িক প্রেক্ষাপট ও বইয়ের প্রকাশকালীন প্রেক্ষাপটের এক প্রায়োগিক চিত্র সবার সামনে তুলে আনে, যা সবার জন্য সমান উপকারী।

পাঠচক্র সঞ্চালনায় ছিলেন রাবি ও চবি বন্ধুসভার পাঠচক্র সম্পাদক রাইসা রাখসান্দা ও জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সভাপতি তারিফ হাসান, সাধারণ সম্পাদক শাদমান সাকিব, সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন, প্রচার সম্পাদক নয়ন চন্দ্র দাস, যোগাযোগ সম্পাদক বিনীতা বিশ্বাস, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক কে এস কে হৃদয়, অনিক আহমেদ, শেখ রায়হান হোসেন, মো. তুহিনুজ্জামান, চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক এস এইচ সাগর, রিদওয়ান আহমেদ, মো. তাওহীদুল ইসলাম, তন্ময় দত্ত, শিহাব, আদিত্য গোস্বামী, ইসরাত, হাসিব, রাহুল দে, বোখারী, মিশকাতুল আরাবী, তাসলীম উদ্দিন, মো. এনামুল হক প্রমুখ।
বক্তারা ‘গাভী বিত্তান্ত’ বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সবশেষে বইটির শিক্ষণীয় দিকগুলো নিজ নিজ জীবনে প্রতিফলনের প্রত্যয় বুকে ধারণ করে যবনিকা টানা হয় অনুষ্ঠানের।
সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা